গাংনীতে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:27 AM, 01 May 2022

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎপৃষ্টে লাল্টু মিয়া (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯ টার সময় গাংনী ঈদগাঁ পাড়ায় এঘটনা ঘটে। লাল্টু মিয়া মহিলা কলেজ পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়,গাংনী ঈদগাঁ পাড়ার জাকিউল ইসলাম মাষ্টারের বাড়ির ছাদে লোহার কলামের সাটারিং খোলার সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে নীচে পড়ে যায়। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।
মৃতের পরিবার সূত্র জানান,লাল্টু মুলত পেশায় একজন ট্রাক চালক ও বালি ব্যবসায়ী। সে কিছুদিন যাবৎ ছাদ ঢালাইয়ের লোহার সরাঞ্জাম ভাড়া দেওয়ার ব্যবসা করতো। কিছুদিন পূর্বে জাকিউল মাষ্টারের কাছে ছাদ ঢালাইয়ের লোহার সরাঞ্জাম ভাড়া দেয়। সেসব সরাঞ্জাম খোলার সময় দূর্ঘটনা ঘটে।
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সীমা জানান, লাল্টুকে গাংনী হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মো: আব্দুর রাজ্জাক জানান,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আপনার মতামত লিখুন :