গাংনীতে বিদ্যুৎপিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে শান্তি আরা খাতুন(৩৫)নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত শান্তি খাতুন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মধ্যপাড়ার ইয়ারুল ইসলাম এর স্ত্রী ও একই গ্রামের খুকি মন্ডলের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,শান্তি আরা খাতুন দুপুরের দিকে নিজের বসতবাড়ির গোসলখানায় গোসল করার সময় মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পর্শে আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।