গাংনীতে বিদ্যুত স্পৃষ্টে নারী আহত
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের আমতৈল মানিকদিয়া গ্রামে বিদ্যুত স্পৃষ্টে আহান্নারা খাতুন (৫০) নামের এক নারী আহত হয়েছেন৷ আহত আহান্নারা আমতৈল গ্রামের রহমতুল্লাহ প্রামাণিকের স্ত্রী।বিজ্ঞাপনঃ
শনিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে। আহত আহান্নারার ছেলে মেহেরপুর জেলা যুবমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জানান,আমার আম্মা বাড়ির পাশে মুরগীর ফার্মে মুরগীকে খাবার দিচ্ছিলেন। এসময় অসাবধানতা ফার্মের সংযােগকৃত বিদ্যুতের লাইনে স্পর্শ করেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে,প্রতিবেশীরা উদ্ধার শেষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা (হারদী) উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন।