গাংনীতে বিদুৎপৃষ্টে রাজমিস্ত্রী আহত
মেহেরপুরের গাংনীতে ২য় তালার বিল্ডিংএর ছাদ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে লুৎফর(৪০)নামের এক রাজমিস্ত্রী আহত হয়েছে।আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলার গাড়াডোব গ্রামের পুকুর পাড়ার এ দুর্ঘটনা ঘটে।আহত লুৎফর উপজেলার জুগিন্দা গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানাজায়,বদার বাড়িতে দ্বিতীয় তলা বিল্ডিং এর ঢালাইয়ের কাজ করার সময় অসাধারণ বসতো বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক হাই ভোল্টেজ তারে হাত স্পর্শ করায় মুখমণ্ডলীয় শরীর ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ জেনারেল হাসপাতালে নেওয়ার হয়।
উল্লেখ্যঃ একই বিল্ডিং এ কাজ করার সময় গত ২৭/০৮/২১ একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন।