গাংনীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:04 PM, 08 September 2020

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা পুলিশ ক্যাম্পে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।অাজ মঙ্গলবার বিকেলে কসবা পুলিশ ক্যাম্পে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,গাংনী থানার সাব-ইনিপেক্টর অাব্দুল হাকিম।

গাংনী থানা পুলিশ উদ্বোধনীর অায়ােজন করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অা’লীগ নেতা অাব্দুর রাজ্জাক,ইউনিয়ন অা’লীগের সভাপতি অালী অাজগর।

এসময় বক্তব্য রাখেন,গাংনী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অাহবায়ক অাবুল বাসার,ধানখােলা ইউনিয়ন অা’লীগের সাধারণ সম্পাদক রুহুল অামীন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন,ইউনিয়ন অা’লীগের একাংশের (ভারপ্রাপ্ত) সভাপতি অালহামদু, মেহেরপুর জেলা অা,লীগের সদস্য ফেরদৌস ওয়াহেদ,ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ওরফে শুকুর মীর,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,যুবলীগ নেতা কেসমত অালী,ছাত্রলীগ নেতা ওয়াজ্জেল হক,অা’লীগ নেতা অানিসুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :