গাংনীতে বিএনপির ৪ কর্মী আ*ট*ক
মেহেরপুরের গাংনীতে বিএনপির ৪জন কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-গাংনী পৌর এলাকার ৮ ওয়ার্ডের বাসিন্দা খেদের আলীর ছেলে বাচ্চু মোল্লা (৩৪), পৌর এলাকার পূর্বমালসাদহ গ্রামের রহমান বিশ্বাসের ছেলে জাকির হোসেন (৪৫), গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের হিসাব আলীর ছেলে আক্তারুল ইসলাম (৪২) ও জােড়পুকুরিয়া গ্রামের আবেদ আলীর ছেলে আরেফিন আলী (২৪)।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গাংনী থানা পুলিশ। গাংনী থানার ওসি তাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি তাজুল ইসলাম জানান, নাশকতা মামলায় তাদের আটক করা হয়েছে।