গাংনীতে বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- জুলফিকার আলী ভূট্টো, যুগ্ম-সাধারণ সম্পাদক- যথাক্রমে আব্দুল আওয়াল ও মনিরুজ্জামান গাড্ডু,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক-আখেরুজ্জামান আখের (চেয়ারম্যান), সহ-সভাপতি- যথাক্রমে শহিদুল ইসলাম নাসির ও আলফাজ হোসেন কালু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক- মকবুল হোসেন মেঘলা।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক-মালেক হোসেন চপল, সদস্য সচিব- জাহিদ হোসেন, পৌর যুবদলের আহবায়ক- সাইদুল ইসলাম, সদস্য সচিব-এনামুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক- সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব- রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক- জুয়েল রানা, সদস্য সচিব- শিশির আহমেদ শাকিলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।