গাংনীতে বিএনপির পৃথক কর্মসূচি পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:14 PM, 15 August 2024

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে

মেহেরপুরের গাংনীতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের পক্ষ থেকে পৃথক ভাবে কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু র নেতৃত্বে গাংনী উপজেলা শহরে একটি মিছিল বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান,ছাত্রদল নেতা নাজমুল হােসেনসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।

একই সময় পৃথক ভাবে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :