গাংনীতে বিএনপির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষ্যে ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আজ মেহেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে গাংনী থানা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী থানা বিএনপির সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতা কর্মীদের আত্মার এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময়, মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান গাড্ডু,পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও গাংনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাওসার আলী,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল, মটমুড়া বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।