গাংনীতে বিএনপির গণজমায়েত কর্মসূচি পালন
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিএনপি, কৃষকদল,যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে পৃথকভাবে গণজমায়েত কর্মসূচি পালন. ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
বৃহস্পতিবার ভিন্ন সময়ে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপির মিছিলে নেতৃত্ব প্রদান করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ও জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমান।
এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে,যুবদলের মিছিলে নেতৃত্ব প্রদান করেন যুবদল নেতা আব্দুল মালেক চপল বিশ্বাস,এনামুল হক।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে গণজমায়েত করা হয়।