গাংনীতে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
মেহেরপুর গাংনীতে বাসের ধাক্কায় আম্মার হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় পৌর শহরের পশ্চিমমালসাদহ গ্রামে এ দূর্ঘটনা ঘটে। আম্মার হোসেন পশ্চিমমালসাদহ গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানায়,আম্মার হোসেনের দাদী মেনুয়ারা খাতুন বাড়ির পার্শে একটি রাইস মিলে ধান ভাঙ্গাতে যায়। রাইসমিলের বাইরে দাদি মেনুয়ারা খাতুনকে দেখতে পেয়ে আম্মার হোসেন রাস্তা পার হয়ে দাদির কাছে দৌড়ে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কোন গাড়িতে দূর্ঘটনা ঘটেছে তা নিদৃষ্ট করে কেউ বলতে পারছেনা। তবে এ বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে। নিহতের পরিবার ও উর্দ্ধর্ত্বন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।