গাংনীতে বালি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:15 PM, 04 January 2024

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে বালি নেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ছাতিয়ান গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার জবেদ আলীর স্ত্রী শহিদা খাতুন (৫০), তার ছেলে সোহাগ আলী (৩০) ও মেয়ে নাজমা খাতুন (২০)। অন্যপক্ষের একই পাড়ার নায়েব আলীর দু’ছেলে সাহারুল ইসলাম ও সাহারুলের ছেলে তামিম হোসেন।

জানা গেছে, ছাতিয়ান হাওড়াপাড়ার একটি রাস্তা সংস্কার কাজ চলছিল। বৃহস্পতিবার সকালে সোহাগ এক বালতি পরিমাণ বালি নিয়ে নিজ টিউবওয়েলের পাইপের গোড়ায় দিয়েছিলেন। এ নিয়ে তার চাচা সাহারুল নিষেধ করলে, দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দু’পক্ষের লাকেজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নারীসহ ৫জন আহত হয়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :