গাংনীতে বাবার পছন্দে বিয়ে করায় মা ও মামাদের হাতুড়ি পেটায় ছেলে আহত
বাবার পছন্দে বিয়ে করায় মা ও মামাদের হাতুড়ি পেটায় ছেলে সজিব খান আহত হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সিমান্ত এলাকা রংমহল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সজিব খান ঐ গ্রামের মোঃ আতিয়ার রহমান খানের ছেলে তার মা মোছাঃ মোমেনা খাতুন।
জানা যায়, কিছুদিন আগে আহত সজিব খান তার বাবার পছন্দ করা তার ফুফাতো বোনকে বিয়ে করে।
কিন্তু তার এ বিয়েতে মা মোমেনা খাতুনের মত ছিলনা। তার মায়ের পছন্দ তার বড়ভাই পিয়ারুলের মেয়ের সাথে তার ছেলের বিয়ে হোক। এদিকে ছেলে বিয়ে করার পর থেকে তার মা মোমেনা খাতুন অত্যাচার নির্যাতন শুরু করে বলে জানান ছেলে সজিব খান।
তিনি বলেন, ময়মনসিংহ এর হালুয়াঘাট এলাকার গারো এলাকায় ধান গম হার্ভেস্টিং গাড়ি চালায়। কাজ শেষ করে গত পরশু বাড়িতে আসেন। বাড়ি ফিরে তার নিজের ঘরে উঠতে চাইলে তার মা বাঁধা দেয়। পরে জোর করে উঠতে গেলে তার মায়ের সাথে ধস্তাধস্তি হয়।
এক পর্যায়ে সজিব খানের মা তার মামা রেজাউল, জাফের ও আমিরুকে ডেকে নিয়ে হাতুড়ি ও বাশেঁর লাঠি দিয়ে মাথায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে সে জ্ঞান হারালে প্রতিবেশীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এদিকে তার মা ও মামাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে গাংনী থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।