গাংনীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট কথা সাহিত্যক রফিকুর রশীদ,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেও সিরাজুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মুন্টু,জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী,সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
আগামী পহেলা বৈশাখ, ১৪৩১ (বাংলা নববর্ষ) উদযাপন উপলক্ষে সকাল ৮ টার সময় গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টার সময় উপজেলা পরিষদ চত্বরে পান্তা ভাত উৎসব অনুষ্ঠিত হবে। পরে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুরে বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন পৃথক ভাবে বাংলা নববর্ষ উদযাপন করবে।