গাংনীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ : বর ফেলে পালালাে বরযাত্রীরা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:26 AM, 04 October 2021

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষী নারায়ণপুর ধালা গ্রামে অপ্রাপ্ত বয়সী কন্যার বিয়ের আয়ােজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে জরিমানা করা হয়েছে।
রােববার দিবাগত রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম।
স্থানীয়রা জানান,গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইদিস আলীর ছেলে নয়ন হোসেন (১৬) এর সাথে লক্ষী নারাায়ণপুর ধলা গ্রামের সাইকেল মিস্ত্রি রাজু আহমেদ-এর সপ্তম শ্রেণী পড়ুয়া (অপ্রাপ্ত বয়সী) শিশু কন্যা আজমিরা খাতুন (১৪)-এর রােববার দিবাগত রাতে বিয়ের আয়োজন চলছিল। রাতে বিয়ে পড়ানাের সকল প্রস্তুতি সম্পন্ন। রান্নার কাজও শেষ। এমন গােপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বিয়ে বন্ধ করতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম পুলিশের একটিদল নিয়ে কনের বাবার বাড়িতে পৌঁছান। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বর ফেলে বরযাত্রীরা রাতের আঁধারে বিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
এসময় অপ্রাপ্ত বয়সী কন্যার বিয়ের আয়ােজন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এসময় পুলিশের একটিদল সেখানে উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,অপ্রাপ্ত কন্যার বিয়ের আয়ােজন করায় ঘটনাস্থলে পৌঁছে কনের বাবা রাজু আহমেদকে বাল্য বিবাাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয় । এবং উভয় পরিবারকে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করা হয়। পাশাপাশি বর নয়নকে বিয়ে না করার শর্তে ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম বলেন, সমরকারি আইন অমান্য করে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবাকে জরিমানা করা হয়েছে এবং বিয়ে না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :