গাংনীতে বজ্রপাত প্রতিরোধে তালের বীজ বপন
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের বিভিন্ন রাস্তার পার্শ্বে বজ্রপাত প্রতিরোধের লক্ষ্যে তালের বীজ বপন করা হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া প্রতিকূলতার কারণে, প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অনেক কৃষক নিহত হয়ে থাকেন, আর এই বজ্রপাত প্রতিরোধের ক্ষেত্রে তালের গাছ এক কঠিন ভূমিকা রাখে, তার ধারাবাহিকতায় ‘আসুন তালের বীজ বপন করি পৃথিবীকে বজ্রপাত থেকে রক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে
আজ সোমবার সকাল ১১ টার দিকে গাংনী উপসহকারী কৃষি অফিসার মোঃ জাফর কুদ্দুসের তত্ত্বাবধানে উপজেলার তিরাইল গ্রামের ৮ থেকে ১০ কিলোমিটার বিভিন্ন রাস্তার পার্শ্বে এই তালের বীজ বপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহমেদ,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃআব্দুর রউফ, বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল ওয়াহেদ, স্থানীয় ইউপি সদস্যসহ কৃষক বৃন্দ।
তালের বীজ বপন শেষে উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহমেদ কৃষকদের উদ্দেশ্যে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার দিক নির্দেশনা দেন, তিনি কৃষকদের বলেন ক্ষেত খামারে কাজ করার সময় যদি আকাশে অধিক পরিমাণ বজ্রপাত হয়, তবে দ্রুত সময়ের মধ্যে নিকটতম কোন উঁচু বিল্ডিংয়ের পাশে, কোন ঘরের মধ্যে অথবা আশেপাশে যদি কোন তালের গাছ থাকে তাহলে তালের গাছের পাশে অবস্থান নেওয়ার জন্য বলেন।