গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে হেলাল উদ্দিন(২৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাঠে কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাতে নিহত হন হেলাল উদ্দিন।পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে বিকাল সাড়ে ৫টার সময় জমিতে এসে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যায়।