গাংনীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(৮-আগস্ট)সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। এ সময় গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম, মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন।