গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী
মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজশুক্রবার বিকেল ৪ টার সময় সাহারবাটী ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক,গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,তেঁতুলবাড়ি ইউনিয়ানের ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বার,কাজিপুর ইউনিয়ানের ইউপি চেয়ারম্যান মুহাম্মমদ আলম হুসাইনসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।উক্ত টুর্নামেন্টে(অনুর্ধ্ব-১৭)তেঁতুলবাড়ি ফুটবল একাদশ ও কাজিপুর ফুটবল একাদশ অংশ গ্রহণ করে।