গাংনীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০২২ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ টুর্ণামেন্টে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নিধার্রিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হলে খেলা ট্রাইবেকার হয়। মটমুড়া ইউনিয়ন ফুটবল দল ট্রাইবেকারে ৫-২ গোলে কাজীপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।এসময় জোড়পুকুরিয়া ফুটবল মাঠের ফাইনাল খেলার সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি মৌসুমী খানম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন,গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম, সোনালী ব্যাংক,গাংনী উপজেলা পরিষদ শাখার প্রিন্সপাল অফিসার হাশেম উদ্দীন বাবু,গাংনী থানা ইনচার্জের প্রতিনিধি এসআই মাসুদূর রহমান,আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, প্রমুখ।আরাে উপস্থিত ছিলেন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস ,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন , মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ,বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, গাংনী পৌরসভার প্যানেল মেয়র আছালউদ্দীন, ম্যাচ কমিশনার ও ফলাফল বিশ্লেষক বিশিষ্ট ক্রীড়াবিদ ক্রীড়াবিদ আতর আলী। ধারা ভাষ্যে ছিলেন, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা ও প্রভাষক মনোয়ার হোসেন, মিল্টন। খেলা পরিচালনা করেন, বাফুফে’র রেফারী আব্বাস আলী ,রাজু আহমেদ রিপন, টুটুল আহমেদ। খেলার মাঠে নানা বয়সী হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।