গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
সহকারী কমিশনার ভূমি নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহমেদ আলী। এসময় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মোঃ ওবায়দুল্লাহ,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ খেলায় অংশগ্রহণ করছেন।