গাংনীতে বই উৎসবের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:07 PM, 01 January 2024

মেহেরপুরের গাংনীতে ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’-এর উদ্বোধন করেছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসবের উদ্বোধন করা হয়।প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি।

বই উৎসবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার নাসির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পলাশ হোসেন, সহকারী শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসান, আলাউদ্দিন, আরিফ হাসান ও ওবাইদুল্লাহ, সহকারী শিক্ষক আব্দুর রকিবসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাসহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বেলা সাড়ে ১১ টায় গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে মাধ্যমিক পর্যায়ের বই উৎসব অনুষ্ঠিত হয় । এ সময় নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম ও শিক্ষক শাহিনসহ বিদ্যালয়ের অনন্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :