গাংনীতে ফ্লেক্সিলোড দিতে গিয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগী মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মক আহত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:34 PM, 08 September 2020

মেহেরপুরের গাংনীতে বকুল হোসেন(৫২) নামের হাসপাতালে ভর্তি ভিতর মাইক্রোবাসের ধাক্কায় হাসপাতালে ভর্তিকৃত রোগী মারাত্মকভাবে আহত হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ০৮টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত বকুল হোসেন উপজেলার শালদহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।

ঘটনা সুত্রে জানা গেছে, গাংনী হাসপাতালের ভর্তি হওয়া রোগী বকুল মোবাইলে ফ্লেক্সি লোড দিয়ে হাসপাতালে ফেরার সময় মেহেরপুরের দিক থেকে আসা একটি হাইস মাইক্রোবাস গাংনী হাসপাতাল গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি পাকা রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুর্ঘটনা ঘটার পর পরই মাইক্রো চালক মোজাম পালিয়ে যায়। হাইস গাড়ির লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো-চ- ১৪-২৭০৭, গাড়ির মালিক গাংনী পিআইও অফিসের প্রাক্তন অফিস সহকারী রেজা আহমেদ।রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

গাংনী থানা ওসি ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :