গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক-৫
মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিল ও ৪’শ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার(১৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাদের আটক করে।
আটকৃতরা হলো,গাংনী উপজেলা করমদী গ্রামের মধ্যপাড়ার মৃত ছাদের আলী ছেলে স্বপন(৩২) একই গ্রামের গোসাইডুবি পাড়ার আইয়ুব আলীর ছেলে লিটন(৪৬),পলাশী পাড়া গ্রামের সুজা উদ্দীনের ছেলে খালিদ মাহমুদ ওরফে টোকন(৩০),ছাতিয়ান গ্রামের আলতাব হোসেনের ছেলে সজল(২৭) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মামুনুর রশিদ(৩০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, উপজেলার করমদি এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিলসহ স্বপন, টোকন ও লিটকে আটক করে। এছাড়া একই সময়ে মাদক বিরোধী অভিযানে ছাতিয়ান এলাকা থেকে ৪’শ গ্রাম গাঁজাসহ সজল ও মামুনুর রশিদকে আটক করে পুলিশ ।