গাংনীতে ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মেহেরপুরের গাংনীতে ০৩বোতল ফেন্সিডিল ও ৪’শ গ্রাম গাঁজাসহ আমজাদ হোসেন(৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।রবিবার(১৩জুন) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে। আটককৃত আমজাদ হোসেন উপজেলা সহড়াতলা মৃত আয়নাল হকের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলা সহড়াতলা মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর,এএসআই আহসান হাবীব,এএসআই জসীমউদ্দীন,এএসআই মাহাতাব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৩ ফেন্সিডিল ও ৪’শ গ্রাম গাঁজাসহ আমজাদ হোসেনকে আটক করে। আটককৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)সারনীর ১৯(ক)/১৪(খ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃত আমজাদ হোসেনের বিরুদ্ধে পূর্বেও আরও দুটি মাদক মামলা রয়েছে যা এখনো বিচারাধীন।