গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৫২ বোতল ফেন্সিডিলসহ মুন্নাত(৪০)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ।শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করে। আটককৃত মুন্নাত উপজেলার পীরতলা গ্রামের পুরাতন পড়ার ইন্তাজ আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর গাংনী উপজেলার নওদাপাড়া-পীরতলা গ্রামের বিলপাড়া মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুক্ত রায় চৌধুরী,এএসআই আহসান হাবীব ও এএসআই মাহাতাব এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ মুন্নাত তাকে আটক করে জেলা ডিবি পুলিশ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।