গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় আটক করে। আটককৃত হলো কুষ্টিয়া মিরপুর উপজেলার আটিগ্রামের হাসিবুল ইসলামের ছেলে শাহিনুর রহমান সবুজ(২৭)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,গাংনী উপজেলার বামন্দীতে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে বামুন্দী শ্যামলী কাউন্টার থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ শাহিনুর রহমান সবুজ। আটককৃত শাহিনুল ইসলাম সবুজ এর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
Detention with Phensidyl in Gangni-1
District DB police have arrested a drug dealer with 70 bottles of Fencidil in Gangni of Meherpur. He was arrested at 10:30 am on Wednesday. Shahinur Rahman Sabuj, 27, son of Hasibul Islam of Atigram in Kushtia Mirpur upazila was arrested.
Meherpur District DB Police OC Zulfiqar Ali said Shahinur Rahman Sabuj along with 70 bottles of Phensidyl from Bamundi Shyamoli counter led the operation on the basis of reports of drug trafficking in Bamandi of Gangni Upazila. A regular case is pending against the arrested Shahinul Islam Sabuj.