গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরে ৪৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল মোল্লা (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটকরে র্যাব-১২ গাংনী ক্যাম্প। রোববার(১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে। আটককৃত আক্তারুল মোল্লা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের শামসুল@ভুলু মোল্লার ছেলে।
র্যাব-১২ গাংনী ক্যাম্পের কমান্ডার মোঃ মনিরুজ্জামান জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের মোমিনপুর গ্রামে অভিযান চালিয়ে ৪৩ বোতল ফেন্সিডিলসহ আক্তারুল মোল্লা করে র্যাব-১২ এর একটি অভিযানীর দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গাংনীর কাজিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলের তাইজুল(৫৫) ইসলাম পালিয়ে যাই।আটককৃত আক্তারুল মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাপূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক তাইজুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।