গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:59 PM, 11 February 2024

মেহেরপুরে ২৯ বোতল ফেন্সিডিলসহ স্বপন ইসলাম(২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ গাংনী ক্যাম্প। আজ রবিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুর স্থান থেকে তাকে আটক করে। স্বপন আলী গাংনী উপজেলার সহড়তলা গ্রামের মাদ্রসাপাড়া আব্দুল মজিদের ছেলে।

র‍্যাবব-১২ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মনিরুজ্জামান জানান, মেহেরপুর কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে দিয়ে ব্যাটারি চালিত পাখি ভ্যানে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ এর একটি অভিযানীর দল অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ স্বপন ইসলামকে আটক করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সহড়াতলা গ্রামের আজের উদ্দিনের ছেলে বাদশা মিয়া(৩৭) পালিয়ে যাই। আটককৃত স্বপন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, বাদশা মিয়া কে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :