গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ০৫বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ছয়টায় তাকে আটক করে।আটককৃত হলো উপজেলার মাইলমারি গ্রামের মিনার আলীর ছেলে আকাশ আলী(২২)।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,উপজেলার মাইলমারি গ্রামের পদ্মবিলের কাছে বটগাছের নিচে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই এস এম তারিকুজ্জামান ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে আকাশ আলিকে ০৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আকাশের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
Detention with Phensidyl in Gangni-1
Rabbi Ahmed:Gangni police have arrested a man with 05 bottles of Fencidil in Gangni of Meherpur. Akash Ali, 22, son of Minar Ali of Milemari village of the upazila was arrested on Monday evening.
Gangni Police Station OC Obaidur Rahman said SI SM Tariquzzaman and ASI Ahsan Habib arrested Akash Ali with 05 bottles of Fencidil on the basis of information that banyan tree was being sold under Padmabil in Milemari village of the upazila. Regular cases are pending against the detained Akash.