গাংনীতে ফেন্সিডিলসহ আটক-২
মেহেরপুরের গাংনীতে ৩০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার(৭ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করে। আটককৃত হলো,গাংনী বামন্দী বাস স্ট্যান্ডপাড়ার মৃত রেজাউলি ইসলামের ছেলে আলামিন (৩৮) ও একই পাড়ার আফিরুল ইসলামের ছেলে জাব্বারুল ইসলাম ওরফে জাব্বার (৩৫)।গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া দৌলতপুর থেকে মোটরসাইকেল যোগে মাদক আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম আকুবপুর চেকপোস্টে এলাকায় মোটরসাইকেলে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ আলামিন ও জাব্বারকে আটক করে।আটককৃত আলামিন ও জাব্বারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।