গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৭৫বোতল ফেন্সিডিলসহ রতন আলী(২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার(২২-জুলাই) সকাল ১১ টার দিকে তাকে আটক করে। আটককৃত রতন আলী উপজেলার কাজিপুর গ্রামের আলম বাজার পাড়ার বাবুল আলীর ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, উপজেলা রামনগর-বামুন্দী সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মন্জুরুল কবির এর নেতৃত্বে এএসআই শেখ মোহাম্মদ বিপ্লব হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে। মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে পুলিশ। আটককৃত রতন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।