গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার চৌগাছা থেকে তাকে আটক করে।আটককৃত হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বড় গোরস্থান পাড়ার মোঃ আব্দুল গনি ছেলে দরবেশ আলী(২৩)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছাতে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলামের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫বোতল ফেন্সিডিলসহ দরবেশ আলীকে আটক করে। তিনি আরো জানান, আটককৃত ফেন্সিডিলের মূল্য ২৫ হাজার টাকা ও আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।