গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১
মেহেরপুরের গাংনীতে ৭২বোতল ফেন্সিডিলসহ লিয়াকত আলী(৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে তাকে আটক করে। আটককৃত লিয়াকত আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা গ্রামের পশ্চিম পাড়ার মৃত জসিম মণ্ডলের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের জামতলা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক করে। এ সময় মাদক পরিবহনের কাজে একটি সিএনজি অটোরিকশা জব্দ করে। আটককৃত লিয়াকত আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।