গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:47 PM, 09 June 2022

মেহেরপুরের গাংনীতে ৬২ বোতল ফেন্সিডিলসহ নিহাজ মন্ডল(৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।বৃহস্পিবার(৯-জুন)তাকে আটক করে।আটককৃত নিহাজ মন্ডল উপজেলার সীমান্তবর্তি খাসমহল গ্রামের কাদের মন্ডেল ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২, গাংনী ক্যাম্পের কমান্ডার তারেক-আল বান্না জানান, মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুর এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্পের একটি টীম অভিযান ৬২ বোতল ফেন্সিডিলসহ নিহাজ মন্ডলকে আটক করি।এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আটককৃত নিহাজ মন্ডলকে গাংনী থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :