গাংনীতে ফেন্সিডিলসহ আটক-৪
মেহেরপুরের গাংনীতে ৫৬বোতল ফেন্সিডিলসহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার(০৮-জুন) বিকালে তাদের আটক করে। আটককৃতরা হলো,গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৪), গাংনী মহিলা কলেজপাড়ার আমজাদ হোসেনের ছেলে শ্যামল হোসেন (২২), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়ালগ্রামের হোসেন মালিথার ছেলে রাফিকুল ইসলাম (২৪) ও গাংনীর বাঁশবাড়ীয়া গ্রামের বাবুল আক্তারের ছেলে আব্দুর রহমান ওরফে লায়েচ (২০)।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রাজ্জাক জানান, গাংনীর চোখতোলা সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৬বোতল ফেন্সিডিলসহ ৪জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক মেহেরপুর জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।