গাংনীতে ফেনসিডিলসহ নারী আটক
মেহেরপুরে ৪০ বােতল ভারতীয় ফেনসিডিলসহ তানিয়া আক্তার (৩০) নামের একজন নারীকে আটক করেছে র্যাব সদস্যরা। আটক তানিয়া জেলার গাংনী উপজেলার হিন্দা গ্রামের বিপ্লব হােসেনের স্ত্রী।
বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাংনী-কাথুলী সড়কের নওয়াপাড়া বাজারের দূরবর্তি স্থানে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটিদল আটক করে।
ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, এদিন সন্ধ্যার দিকে ধলা এলাকা থেকে মাদকের একটি চালান আসছে এমন গােপন সংবাদের ভিত্তিতে গাংনী -কাথুলী সড়কের নওয়াপাড়া বাজারের কিছুদূরে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪০ বােতল ভারতীয় ফেনসিডিলসহ তানিয়া আক্তার নামের এক নারীকে আটক করা হয়। তাকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।