গাংনীতে ফসলের সাথে শক্রতা!

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:22 PM, 21 May 2021

মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের মাঠে রাতের আঁধারে এক কৃষকের ৭ কাঠা জমির মরিচ ক্ষেত কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতের কােন এক সময়ে আমতৈল গ্রামের মৃত নবীছুদ্দীনের ছেলে কৃষক জাকিরুল ইসলামের মরিচ ক্ষেত তছরুপাত করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক জাকিরুল ইসলাম জানান আমার সাথে কারোর কােন শত্রুতা ছিলােনা। তারপরও কে বা কাহারা কেন এমন ক্ষতি করলাে বুঝতে পারছিনা।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, এই প্রশ্ন এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেন।যদি লিখিত অভিযোগ করেন তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :