গাংনীতে ফলের ক্যারেটে পাওয়া গেল ফেন্সিডিল, আটক-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:40 PM, 19 February 2024

ফলের ক্যারেটে ফেনসিডিল বহন করতে গিয়ে জনি(২১) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার বামনদের ওয়ালটন শোরুমের সামনে অভিযান চালিয়ে এ ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।আটককৃত জনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ফলের ক্যারাটে মাদক পরিবহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি ক্যাম্প পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেলসিডিল সহ জনি নামের একজনকে আটক করে। আটককৃত জনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আজ দুপুরে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন :