গাংনীতে প্রায় প্রতি রাতে দুর্বৃত্তরা কাটছে কৃষকের ফসল
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে প্রায় প্রতিদিনই কেটে দিচ্ছে কৃষকের ফসল। আজ শুক্রবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায় তাহের আলীর ছেলে বিপ্লব হোসেন বিকুল(৩০) এর উঠতি ধান কেটেছে ও একই এলাকার কুবেরের ছেলে হিমেল(২২)এর মেহগনি বাগানের কিছু গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
বিপ্লব হসেন বিকুল জানান, আমির ঘুম থেকে বের হয়ে কাজে যাওয়ার জন্য বের হচ্ছি এমন সময় আমার কাছে খবর আসলো আমার উঠতি ফসল ধান কেটে দিয়েছে। আমি পেশায় একজন দিনমজুর আমি দিন আনি দিন খাই অনেক কষ্ট করে ৮হাজার টাকায় জমিতে ০১ বছরের জন্য কন্ট্রাক্ট নিয়েছি। ইতিপূর্বেও দুর্বৃত্তরা আমার ধানের বীজতলার চারাসহ, ধান কেটে দিয়েছিল এই নিয়ে মোট ০৩ বার একই জমিতে ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। রাতের আধারে কে বা কারা এমন ঘটনা ঘটাচ্ছে। দুর্বৃত্তদের সনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, গত এক মাসের মধ্যে উপজেলার চর গোয়ালগ্রাম গোরস্থান পাড়ার মাঠে ধান,সিম,হলুদ,কলাই,কচু, বাগানের গাছ সহ একাধিক ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা।