গাংনীতে প্রবাসীর স্ত্রীকে নিয়ে আপন নন্দাইয়ের সাথে ঘর ছাড়া,খুঁজে না পেয়ে থানায় অভিযোগ
মেহেরপুরের গাংনীতে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী তহমিনা খাতুন(২২)কে নিয়ে পরকিয়া প্রেমিক ননদাইয়ের সাথে ঘরছাড়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সাড়ে তিন বছরের ছেলে সন্তান তাহমিনকে সাথে নিয়ে ঘর ছেড়েছে তহমিনা।১৫-১৬ দিন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে গাংনী থানায় অভিযোগ করেছে তহমিনার শ্বশুর শফিকুল।
জানা গেছে, উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের সাফাদুল ওরফে শফিকুলের ছেলে আজিজুলের সাথে একই গ্রামের রফছেদ আলীর মেয়ে তহমিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আজিজুল হক প্রবাসে চলে যায়। তহমিনা ততদিনে এক পুত্র সন্তানের মা হয়ে সংসার গড়েছে। দীর্ঘদিন স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেমিক হিসাবে আপন ননদাই শিশিরপাড়া গ্রামের রাজমিস্ত্রী আমিরুলের প্রেমে হাবুডুবু খেতে থাকে তহমিনা।
সম্প্রতি তাদের দু’জনের কোন খোজ না পেয়ে থানায় অভিযোগ করা হয়েছে। নারীলোভী লম্পট আমিরুল শিশিরপাড়া গ্রামের মধ্যপাড়ার নবীছদ্দীনের ছেলে। রাজমিস্ত্রী আমিরুল ৩ কন্যা সন্তানের জনক। ইতোমধ্যেই তার বড় মেয়েও সন্তানের মা হয়েছে।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, আজিজুল হক প্রবাসে থাকায় তহমিনা বেপরোয়া হয়ে উঠে। সুখের ঘর বাঁধতে আজিজুল হক টাকা পাঠায় ঘর নিমার্ণ করতে। বাড়ি নিমার্ণ করার একপর্যায়ে আপন ননদাই রাজমিস্ত্রী আমিরুলের সাথে অনৈতিক কাজে রঙ্গলীলায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে তহমিনা খাতুন সন্তান নিয়ে ননদাইয়ের হাত ধরে ঘর ছেড়েছে।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, মেয়ের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অবিলম্বে প্রেমিক যুগলের সন্ধান পেতে অভিযান চালানো হচ্ছে।