গাংনীতে প্রতিবেশী চাচাতো ভায়ের হামলায় স্বামী ও স্ত্রী গুরতর আহত
মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছে আজমাইন ও তার স্ত্রী রিতা খাতুন। শনিবার দুপুরের দিকে উপজেলার কাথুলী ইউনিয়ানের গাড়াবাড়িয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহত স্বামী-স্ত্রী মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানাগেছে, আজমাইলের চাচাতো ভাই আজমাইনের বাড়ির জানালার পাশে গোবর ফেলার প্রতিবাদ করায় রিতা খাতুন সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়।
এই ঘটনায় প্রতিবেশি আজমাইলের চাচাতো ভাই তার স্ত্রীর উপর হামলা করে এতে তার স্ত্রী চরম ভাবে আহত হয়।। এসময় আজমাইল প্রতিবাদ করায় তার চাচাত ভাই তার উপরেও হামলা চালিয়ে আজমাইল ও তার স্ত্রী দুইজনকে আহত করেন।