গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১ টার সময় ৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডা. এ এসএম নাজমুল হক সাগর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা নাদির হোসেন শামীম, গাংনী থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, বিশিষ্ট ছড়াকার ও সাহিত্যিক সাবেক সহকারী অধ্যাপক রফিকুর রশীদ রিজভী, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জাতীয় পার্টি জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলার ইউপি চেয়ারম্যান যথাঃ নাজমুল হুদা বিশ্বাস,ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন,সোহেল আহমেদ, মিজানুর রহমান রানা, গোলাম সাকলায়েন ছেপু ,ওবাইদুর রহমান কমল প্রমুখ ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন,প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরউদ্দীন,আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।