গাংনীতে প্রণোদনার ঋণ পেলো ১০ পল্লী উদ্যোক্তা
নোবেল করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা তহবিল থেকে গাংণী উপজেলার কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ১০ পল্লী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর এর প্রশিক্ষণ হল রুমে মেহেরপুর পল্লী উন্নয়ন বোর্ড এর উপপরিচালক জাকিরুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, করোনা দুর্যোগে ভেঙ্গে পড়া অর্থনৈতিক স্বচ্ছল এবং গ্রামপর্যায়ে সমবায়ীদের স্বালম্বী করতে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেন, তারই ধারাবাহিকতায় মাত্র ৪% সেবামূল্যে প্রথম পর্যায়ে মৎস চাষ, গরুর র্ফাম, ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০ জন সদস্যের মধ্যে ২১,৫০,০০০/- একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঋণ দেওয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, গাংনী ইউসিকিএ লিঃ এর সভাপতি আলী আজগর সহ জুনিয়র অফিসার আশাদুল হক ছাড়াও দপ্তরের কর্মচারী বৃন্দরা।