গাংনীতে প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মবিরতি পালন
মেহেরপুরের গাংনীতে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন সহ ৫ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মকর্তা/কর্মচারীরা অবস্থান নিয়ে এ কর্মসুচী পালন করেন। এসময় সহকারী প্রকৌশলী আলীমুল রেজা, এছাড়াও শাহীন রেজা, হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মচারীগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী জানান, আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলবে। এরপর ১৫ সেপ্টেম্বর দাবী আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হবে।