গাংনীতে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ রাসেল’র জন্মদিন পালন
মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৫৯ তম জন্মদিন পালন। আজ মঙ্গলবার চৌগাছা নুর বাগ হাফিজিয়া মাদ্রাসায় কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জন্মদিন পালন করা হয়।
মেহেরপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান এর সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ডাঃ এ এস এম নাজমুল হক সাগর।এসময় মটমুড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, মেহেরপুর ছাত্রলীগের সহ-সভাপতি হৃিদয়,উপ-গন যোগাযোগ বিষয়ক সম্পাদক জয়সহ আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।