গাংনীতে পৌর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা
মেহেরপুরের গাংনীতে পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৩ টায় গাংনী উপজেলা অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিফুল ইসলাম জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
এম এ খালেক।
পৌর লীগের যুগ্ম আহ্বায়ক জীবন আকবরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুবাহান, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।