মেহেরপুরের গাংনী পৌর এলাকা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গাংনী থানার সামনে আবুল বাশারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিবুর রহমান মিন্টু। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু।
সভায় বক্তব্য রাখেন পৌর এলাকা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল, প্রচার সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাবেক সভাপতি জাকির হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবহান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারিফুল ইসলাম জীবন, যুগ্ম-আহ্বায়ক জীবন আকবর, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, সাবেক ছাত্রনেতা আনোয়ার আহমেদ রবিন, সৈয়দ ওমর আলী তাপু প্রমুখ। আসন্ন পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এ সময় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।