গাংনীতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা
মেহেরপুরের গাংনীতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭ টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।