গাংনীতে পেঁয়াজের বীজ ও সার বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:26 PM, 05 June 2024

মেহেরপুরের গাংনীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় চাষিদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা সভা কক্ষে বীজ ও সার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার এমরান হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন। অনুষ্ঠানে ৭০০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :